ক্যানসারের কাছে হারলেন বীর মুক্তিযোদ্ধা ছাত্তার


প্রকাশিত: ১২:৩৫ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬
বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছাত্তার

অবশেষে ক্যানসারের কাছে হার মানলেন পার্বত্য খাগড়াছড়ির লক্ষ্মীড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছাত্তার। দীর্ঘদিন ধরে মরণব্যাধি ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই শেষে বৃহস্পতিবার বিকেল ৩টা ৫৫ মিনিটে পরপারে পাড়ি জমান একাত্তরের রণাঙ্গনের এ যোদ্ধা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও ৭ চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক এ খবর নিশ্চিত করেছেন।

এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে সকাল থেকেই লক্ষ্মীছড়ির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খিরা দেখতে হাসপাতালে ছুটে যান।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছাত্তার বরিশাল জেলার উজিরপুর উপজেলার ধামসুর গ্রামের মরহুম তজুমউদ্দিনের ছেলে। তিনি ভারতে প্রশিক্ষণ নিয়ে ৭১‘র রণাঙ্গনে সাতক্ষীরার সীমান্তবর্তী কালীগঞ্জ ও দেবহাটাসহ বিভিন্ন এলাকায় পাকবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধ করেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।