৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২৩ অক্টোবর ২০২২

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ রাঙ্গামাটির ছয় সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার প্রতিবাদে কাপ্তাইয়ে মানববন্ধন করা হয়েছে। রোববার (২৩ অক্টোবর) বেলা ১১টায় কাপ্তাই সদর উপজেলার বড়ইছড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার সংবাদকর্মী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, সচেতন নাগরিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় মানববন্ধনে রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি মো. আজগর খান, সাংবাদিক অর্ণব মল্লিক, সংগঠক আদনান সরোয়ার, নালন্দা বিহারের অধ্যক্ষ ক্ষেমানন্দ ভান্তে, সংস্কৃতিকর্মী বসুদেব, জয়নাল আবেদীন, তৃষা, বৃষ্টি আক্তার, সামাউ মারমা, সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ইমতিয়াজ, সুমনসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের পাশাপাশি রাঙ্গামাটির ছয় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। এছাড়া সত্য সংবাদ প্রকাশে যেন সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা পান এবং ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানির শিকার হতে না হয় সেজন্য সবার সহযোগিতা ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

গত ১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন রাঙ্গামাটির সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার। মামলায় দৈনিক পার্বত্য চট্টগ্রামের সম্পাদক ফজলে এলাহী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক অনিবার্ণ শাহরিয়ার, জাগো নিউজের রাঙ্গামাটি প্রতিনিধি সাইফুল উদ্দীন, দীপ্ত টেলিভিশনের সাংবাদিক বায়েজিদ আহমদ, টিবিএসের খাগড়াছড়ি প্রতিনিধি দিদারুল আলম এবং দৈনিক বণিক বার্তার রাঙ্গামাটি প্রতিনিধি প্রান্ত রনিকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আসামিও রয়েছে এই মামলায়।

সাইফুল উদ্দীন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।