কানায় কানায় পূর্ণ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনস্থল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৩ অক্টোবর ২০২২

দীর্ঘ ২৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন। রোববার (২৩ অক্টোবর) বিকেল সোয়া ৩টা থেকে জেলা শহরের ইসদাইর এলাকার ওসমানী পৌর স্টেডিয়ামে এই সম্মেলন শুরু হয়েছে।

এর আগে দুপুর ১২টা থেকে একের পর এক মিছিল নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা সম্মেলনস্থলে আসতে শুরু করেন। এতে দুপুরের পরপরই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল।

দীর্ঘদিন পর এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। রং বেরঙের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পুরো নারায়ণগঞ্জ শহর। পাশাপাশি শহরের প্রধান সড়কে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানানোর পাশাপাশি সম্মেলনের সফলতা কামনা করে বানানো হয়েছে বেশ কয়েকটি তোরণ।

সম্মেলনকে কেন্দ্র করে শহরের ইসদাইর এলাকার ওসমানী পৌর স্টেডিয়ামে নৌকার আদলে নির্মিত হয়েছে বিশাল মঞ্চ। মঞ্চের পেছনে রয়েছে বিশাল এলইডি স্ক্রিন। মঞ্চের সামনে থাকছে ২৫ হাজার চেয়ার।

Nganj-1

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থাকার কথা রয়েছে। উদ্বোধক হিসেবে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এবং প্রধান বক্তা হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম উপস্থিত হয়েছেন।

এর আগে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৭ সালের ২০ ডিসেম্বর। সেবার অধ্যাপিকা নাজমা রহমান সভাপতি ও বর্তমান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান সাধারণ সম্পাদক হয়েছিলেন। এরপর আর জেলা আওয়ামী লীগের সম্মেলন করা সম্ভব হয়নি।

মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।