নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সম্মেলন বাতিল
বিরূপ আবহাওয়ার কারণে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সম্মেলন বাতিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর ওসমানী পৌর স্টেডিয়ামে এ সম্মেলন হওয়ার কথা ছিল।
রোববার (২৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। সম্মেলনে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন, আবহাওয়া অধিদপ্তরের মতে আগামী ২৫ তারিখে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হবে। সে কারণে সম্মেলন বাতিল ঘোষণা করা হয়েছে।
মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এমএস