জাতীয় পার্টি আর অতীতের ভুল করবে না: শেরীফা কাদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০২:৫৮ এএম, ২৪ অক্টোবর ২০২২

জাতীয় পার্টি আর অতীতের মতো ভুল করবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের স্ত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শেরীফা কাদের।

তিনি বলেছেন, জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক দল। আমরা নেতৃত্ব নির্বাচন করি গণতান্ত্রিক পন্থায়।

রোববার (২২ অক্টোবর) রাতে লালমনিরহাট জেলা জাতীয় পাটি কার্যালয়ে সদর উপজেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শেরীফা কাদের আরও বলেন, দেশে যে নৈরাজ্য চলছে। এ অবস্থা থেকে শান্তি ফিরে পেতে জাতীয় পার্টির সরকার দরকার। জাতীয় পার্টি কোন দলের সঙ্গে আগামী নির্বাচনে যাবে তা এখনো সময় হয়নি বলার। তবে লুটপাট, সন্ত্রাসী দলের সঙ্গে জাপা সরকার গঠন করবে না। দেশের মানুষের আশা সুষ্ঠু নিবাচন। প্রয়োজনে জাতীয় পার্টি ৩০০ আসনে একক প্রার্থী দিয়ে নির্বাচন করবে।

তিনি বলেন, আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠ। দেশের মানুষ আর তাদের মসনদে দেখতে চায় না। মানুষ চায় জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাপা সদস্য সচিব জাহিদ হাসান লিমন, রংপুর-২ আসনের সাবেক সংসদ অনিসুল ইসলাম মন্ডল, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম, জাপা নেতা মো. আলমঙ্গীর হোসেন ও রুহুল আমিন দুদু প্রমুখ।

এর আগে উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পাটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মো. মাহাতাব উদ্দিনের নাম ঘোষণা করেন শেরীফা কাদের।

মো. রবিউল হাসান/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।