বগুড়ায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:০৫ পিএম, ২৪ অক্টোবর ২০২২

বগুড়ার সোনাতলায় আবু তাহের বাবলু (৫০) হত্যা মামলায় অভিযুক্ত আতাউল হক সরকার ওরফে আতা সরকারকে (৬২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ হাবিবা মণ্ডল এ রায় দেন। অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাডভোকেট সাব্বির আহম্মেদ বিদ্যুৎ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আতা সরকার সোনাতলা উপজেলার উত্তর দীঘলকান্দি গ্রামের মৃত মন্তেজার রহমান মন্তার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৯ অক্টোবর দুপুর ১টার দিকে আবু তাহের বাবলু মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে আতা সরকারের বাড়ির সামনে পৌঁছলে আতা সরকার তাকে মারপিটে গুরুতর আহত করে। এ সময় বাবলুর স্ত্রী ও ছেলে তাকে বাঁচাতে গেলে তাদেরও মারপিট করা হয়। পরে বাবলুকে প্রথমে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৯ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

এ ঘটানায় নিহতের শ্যালক উপজেলার পাঠানপাড়ার সেলিম আকন্দ বাদি হয়ে সোনাতলা থানায় হত্যা মামলা করেন।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।