পলিথিন বিক্রি: হবিগঞ্জে ১১ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ২৪ অক্টোবর ২০২২

হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৬ লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ১ দশমিক ২ মেট্রিকটন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

সোমবার (২৪ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

তিনি বলেন, দিনভর মাধবপুরে অভিযান চালিয়ে রতন রায় স্টোরকে ৮০ হাজার, জামাল স্টোরকে ৩৫ হাজার, গণেস্বর ভাণ্ডারকে ৩০ হাজার, শ্যামা স্টোরকে ৩৫ হাজার, দয়ামায়া স্টোরকে ৫০ হাজার, কৃষ্ণ চন্দ্র পালকে এক লাখ, চুটু মিয়া স্টোরকে ৩০ হাজার, স্বরূপ ভাণ্ডারকে এক লাখ, হরিলাল স্টোরকে ৪৫ হাজার, মেসার্স কাজল চক্রবর্তীকে ৫০ হাজার, ভাই ভাই স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে র‌্যাব-৯ এর উপ-সহকারী পরিচালক নুরুল ইসলামের নেতৃত্বে একটি দল সহায়তা করে বলেও জানান পরিবেশ অধিদপ্তর এই পরিচালক।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।