নারায়ণগঞ্জে লঞ্চ চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২৫ অক্টোবর ২০২২

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বন্ধ থাকা নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে পাঁচ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়। তবে লঞ্চ চলাচল পুরোপুরিভাবে স্বাভাবিক হয়েছে দুপুর থেকে।

jagonews24

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে লঞ্চ চলাচল শুরু হলেও সেসময় কোনো যাত্রী ছিল না। যে কারণে তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। পরে সকাল গড়িয়ে দুপুর হওয়ার সঙ্গে লঞ্চ টার্মিনালে যাত্রীর সংখ্যা বাড়তে থাকে। সেইসঙ্গে লঞ্চ চলাচলও স্বাভাবিক হয়ে ওঠে।

বিআইডব্লিউটিএর শুল্ক আদায়কারী ইউসুফ আলী শেখ জাগো নিউজকে বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। আজ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার লঞ্চ চলাচলের ঘোষণা দেওয়া হয়েছে।’

jagonews24

বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের পরিদর্শক সমর কৃষ্ণ জাগো নিউজকে বলেন, নারায়ণগঞ্জ নদীবন্দর থেকে পাঁচটি রুটে আগের সময়সূচি অনুযায়ী সব যাত্রীবাহী লঞ্চের চলাচল সকাল ১০টা থেকে শুরু হয়েছে। বর্তমানে বন্দর এলাকায় ১ নম্বর সতর্কতা সংকেত বিরাজ করছে।

বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) বাবু লাল বৈদ্য জাগো নিউজকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সিত্রাংয়ের কারণে যাত্রীদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে লঞ্চ চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল। আজ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সকাল ১০টা থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।