হাঁড়িসহ ওজন দিয়ে দই বিক্রি, জরিমানা ৮ হাজার টাকা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ২৫ অক্টোবর ২০২২
বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

পাবনার ঈশ্বরদী উপজেলায় হাঁড়িসহ ওজন দিয়ে দই বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে বেকারি মালিককে ২০ হাজার টাকা জরিমানা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) উপজেলার দাশুড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের পাবনার সহকারী পরিচালক জহিুরুল ইসলাম।

উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সানোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি সামগ্রী উৎপাদন ও বিপণনের অভিযোগে দাশুড়িয়ার ঢাকা কিং বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দইয়ের সঙ্গে হাঁড়ির ওজন দিয়ে বিক্রি করায় পাবনা মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

শেখ মহসীন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।