সিরাজগঞ্জের দুই থানার ওসিকে বদলি
ওসি রফিকুল ইসলাম ও ওসি মোসাদ্দেক হোসেন
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেন সই করা এক অফিস আদেশে তাদের এ বদলি করা হয়।
আদেশে রায়গঞ্জ থানার ওসি রফিকুল ইসলামকে পাবনা জেলা ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেনকে বগুড়া জেলায় পাঠানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জনস্বার্থে তাদের বদলি করা হয়েছে।
এমআরআর/জেআইএম