সরকার যে দুর্ভিক্ষের কথা বলছে সেটা তাদের সৃষ্টি: রিজভী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ২৬ অক্টোবর ২০২২
ঝিনাইদহে আহত নেতাকর্মীদের দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী

সরকার যে দুর্ভিক্ষের কথা বলেছে সেটা তাদের সৃষ্টি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে ঝিনাইদহে আহত নেতাকর্মীদের দেখতে এসে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বর্তমান সরকার ফের ক্ষমতায় এলে যে দুর্ভিক্ষ হবে সেটা শেখ হাসিনার কথাই প্রকাশ পেয়েছে। যখন স্বৈরাচারী সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, গুলি চালায় তখন আন্দোলনের চূড়ান্ত পর্যায় প্রকাশ পায়। আর তা হয়েছে খুলনার সমাবেশের মধ্য দিয়ে। নেতাকর্মীদের বাধা দেওয়া সত্ত্বেও সমাবেশে জনস্রোত দেখা দেয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুর জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, সদর থানা বিএনপির সভাপতি আলমগীর হোসেনসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।