লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার, কমিটি স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ২৬ অক্টোবর ২০২২
বহিষ্কৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল আনসারী

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবুল আনসারীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে থানা স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে জেলা কমিটি।

বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ বহিষ্কার ও কমিটি স্থগিত করেন।

বেলায়েত হোসেন বেলাল বলেন, ‘বিএনপির চিহ্নিত সন্ত্রাসী সোলেমান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড পিচ্চি সোলায়মানের সঙ্গে আনসারীর একটি কল রেকর্ড ফেসবুকে ছড়ি পড়ে। আনসারী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীরকে হত্যার হুমকি দিয়েছেন। তা প্রমাণিত হয়েছে। এছাড়া গত ইউপি নির্বাচনে আনসারী নৌকার বিরুদ্ধে কাজ করেছে। এসব অভিযোগে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

সূত্র জানায়, ১৮ অক্টোবর রাতে পূর্ব চরশাহী গ্রামে স্প্রিংয়ের পুল এলাকায় দুলাল মিয়ার মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ১৯ অক্টোবর সকালে চেয়ারম্যান জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখান থেকে চেয়ারম্যান চলে যাওয়ার পর অস্ত্রশস্ত্র নিয়ে আনসারী ওই দোকানের সামনে আসেন। উপস্থিত লোকজনের সামনে প্রকাশ্যে আনসারী চেয়ারম্যানকে হত্যা করে গুম করার হুমকি দেন। পরে আনসারী তার ৪ মিনিটের একটি অডিও রেকর্ড সন্ত্রাসী সোলেমান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড পিচ্চি সোলাইমানের মোবাইল ম্যাসেঞ্জারে পাঠান। ওই রেকর্ডটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে মাথা ফাটানোসহ হত্যা করে চেয়ারম্যানের লাশ গুম করার হুমকি দেওয়া হয়।

সন্ত্রাসী দিদার বাহিনীর সঙ্গে যোগাযোগ করে আনসারী পরিবারসহ চেয়ারম্যানকে হত্যার পরিকল্পনা করছে। এ ঘটনায় ২১ অক্টোবর রাতে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে বাবুল আনসারী বলেন, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। চেয়ারম্যানকে হত্যার হুমকি আমি দিইনি। একটি অডিও রেকর্ড ছড়িয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে৷’

কাজল কায়েস/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।