খেতে না দেওয়ায় মায়ের মামলা, ছেলেকে গ্রেফতার করলো পুলিশ
ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ায় নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ায় ছেলের বিরুদ্ধে মামলা করেছেন এক মা। এ মামলায় ছেলে মো. সাইফুল্লাহ (৪৪) ও তার স্ত্রী রুমাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ব্যাপারী পাড়া এলাকার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল্লাহ ব্যাপারী পাড়া এলাকার জহুরা খাতুন ও মরহুম বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ দম্পতির ছেলে।
মামলার এজাহারে জানা যায়, শহরের ব্যাপারী পাড়া এলাকার গৃহবধূ জহুরা খাতুনকে তার সন্তান সাইফুল্লাহ ও ছেলের স্ত্রী রুমা বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। শারীরিক অসুস্থতায় ঠিকমতো চিকিৎসা করাতেন না। ভরণপোষণ দিতেন না, খেতে দিতেন না। এসব অভিযোগে বুধবার দুপুরে ছেলে ও ছেলের স্ত্রীর নামে থানায় মামলা করেন জহুরা খাতুন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, মামলা দায়েরের পর ওই গৃহবধূর ছেলে ও ছেলের স্ত্রীকে রাতেই বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।
তিনি বলেন, সন্তান কর্তৃক মাকে নির্যাতন কিংবা ভরণপোষণ না দেওয়া অত্যন্ত দুঃখজনক। পুলিশ এ ব্যাপারে শতভাগ সঠিক আইনগত ব্যবস্থা নেবে।
মামলার বাদী জহুরা খাতুন বলেন, আমার হার্ট ব্লক। ছেলে ও ছেলের বউ আমাকে ঠিকমতো খেতে দেয় না। আমার শরীর খুব খারাপ, ডাক্তারে কাছে নিয়ে যায় না। আমি কিছু বললে তারা ধরে ধরে আমাকে মারে। তাদের অত্যাচার আমি মেনে নিতে পারছি না। আমার স্বামী নেই। ৩৩ বছর ধরে কষ্ট করে ছেলেকে লেখাপড়া করিয়েছি। আমি তার টাকা নিই না। আমার টাকাতেই আমাকে ডাক্তার দেখাবে, তবুও ডাক্তারের কাছে নেয় না। আমি চাই আমার ছেলে আমাকে দেখাশোনা করুক। একটু খেতে দিক আমাকে।
এমএইচআর