স্বাভাবিক নিয়মে ভোট হলে বিএনপি ক্ষমতায় থাকতো: এ্যানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২৭ অক্টোবর ২০২২

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগ ভোটের রাজনীতি ভুলে গেছে। তারা ভোটের নয়, জোরের রাজনীতি করেন। তারা ভোটের রাজনীতি করলে ক্ষমতায় থাকতে পারতেন না। স্বাভাবিক নিয়মে ভোট হলে তারা নয়, বিএনপি ক্ষমতায় থাকতো।

তিনি বলেন, আন্দোলন করেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে। আন্দোলনকারীদের নিয়েই জাতীয় সরকার গঠন করা হবে। জাতীয় সরকারের নেতৃত্বেই আগামীতে ভোট হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। দেশ পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুরে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

জেলা যুবদলের উদ্যোগে এ্যানির লক্ষ্মীপুরের বাসভবন বসির ভিলা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

স্বাভাবিক নিয়মে ভোট হলে বিএনপি ক্ষমতায় থাকতো: এ্যানি

এর আগে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে একটি র‌্যালি শহরের ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে সভাস্থলে যোগ দেয়। আলোচনা শেষে কেক কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।

নেতাকর্মীদের উদ্দেশে এ্যানি বলেন, ‘আন্দোলনে পতাকা সঙ্গে রাখবেন সবাই। পতাকা সঙ্গে রাখলে সাহস-মনোবল ও হিম্মত বেড়ে যাবে। সেই মনোবল দিয়ে ডাকাত ধরে ফেলতে পারবো। আমাদের কাজ হলো এবার ডাকাত ধরা। কারণ আওয়ামী লীগ শুধু ভোট চুরি করেনি, ডাকাতিও করেছে। সেই ডাকাতদের এখন ধরতে হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের ঢাকার মহাসমাবেশে নাকি ১০ লাখ লোকও হবে না। কিন্তু তাদের জামালপুর আর নারায়ণগঞ্জে ৫০০ চেয়ারের মধ্যে ৩০০ চেয়ারই খালি ছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তার কাছ থেকে এখন পর্যন্ত দেশের মানুষ দায়িত্বশীল বক্তব্য পায়নি।’

জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, মাহবুবুর রহমান লিটন ও যুবদল নেতা সৈয়দ রশিদুল হাসান লিংকন।

কাজল কায়েস/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।