শরীয়তপুর জামায়াতের সেক্রেটারিসহ চার নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:০২ এএম, ২৮ অক্টোবর ২০২২
ফাইল ছবি

পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিক্ষোভ মিছিল করায় জেলা জামায়াতের সেক্রেটারিসহ চার নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে তাদের শরীয়তপুর শহরের শরীয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনের সড়ক থেকে আটক করা হয়।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মকবুল হোসেন (৫৫), জামায়াত নেতা হাবিবুর রহমান (৩৭), নুরে আলম (৩১) ও আবু সিদ্দিক (১৭)। তাদের পালং মডেল থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, জামায়াতের বেশকিছু নেতা শরীয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনের সড়কে বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ জানতে পেরে চার নেতাকে আটক করে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।

জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

মো. ছগির হোসেন/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।