নারায়ণগঞ্জে পাটের গুদামে অগ্নিকাণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:০৬ এএম, ২৮ অক্টোবর ২০২২
আগুনে গুদামে থাকা সব পাট পুড়ে যায়

নারায়ণগঞ্জ শহরের কদমতলা শীতলক্ষ্যা এলাকার একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (২৮ অক্টোবর) মধ্যরাতে মেসার্স শারমিন জুট বেলার্স নামে গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ ভাষানী বলেন, ‘মধ্যরাতে চিৎকারের শব্দ শুনে বাড়ির সামনে এসে দেখি পাটের গুদামে আগুন জ্বলছে। মানুষজন দৌড়াদৌড়ি করে আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন। গত কয়েকদিন ধরে নৌকা ভরে ভরে পাট জমানো হয়েছিল। আগুনে সব পাট পুড়ে গেছে। কয়েক কোটি টাকার পাট ছিল গুদামটিতে।’

jagonews24

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জাগো নিউজকে বলেন, রাত আড়াইটায় ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরপর শেষ পর্যন্ত ৯টি ইউনিট চেষ্টা চালিয়ে ভোর ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আমাদের একজন লিডার আহত হয়েছেন। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।