বাঁশ তুলতে গিয়ে কুশিয়ারায় ডুবে জেলে নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১০:০০ এএম, ২৮ অক্টোবর ২০২২

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বাঁশ তুলতে গিয়ে কুশিয়ারা নদীতে ডুবে গিরিন্দ্র দাস (৪০) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হালারপুর গ্রামের নিমচান দাসের ছেলে।

স্থানীয়রা জানান, গিরিন্দ্র দাস একটি জলমহালে কাজ করার জন্য কয়েকদিন আগে আজমিরীগঞ্জে আসেন। বৃহস্পতিবার বিকেলে সুজনী খাল এলাকায় কুশিয়ারা নদীর তলদেশ থেকে একটি বাঁশ তোলার জন্য নদীতে নামেন। কিন্তু পরবর্তীতে আর উঠে আসেননি।

আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জাগো নিউজকে বলেন, পাঁচ জেলে এক সঙ্গে নদীতে নামেন। এর মধ্যে গিরিন্দ্র দাস নিখোঁজ হন। বাকি চারজন ফিরে এসেছেন। শুক্রবার সকাল পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।