নারায়ণগঞ্জে ৩ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, একটি সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:১২ এএম, ২৮ অক্টোবর ২০২২
ঢালাই কারখানা সিলগালা করা হয়

নারায়ণগঞ্জের ফতুল্লায় লোহা গলানোর চুল্লি (ভাট্টি) ব্যবহৃত তিনটি ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও একটি কারখানা সিলগালা করা হয়েছে। কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেলপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম।

jagonews24

তিনি জাগো নিউজকে বলেন, আবাসিক এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ঝুঁকিপূর্ণ লোহা গলানোর চুল্লি (ভাট্টি) ব্যবহার করায় তিনটি ঢালাই কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আরেকটি কারখানা সিলগালা করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বন্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।