খাগড়াছড়িতে শুরু কঠিন চীবর দানোৎসব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২৮ অক্টোবর ২০২২

নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে খাগড়াছড়ির গঞ্জপাড়া চাইন্দা বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব উদযাপিত হচ্ছে। তিন মাসের বর্ষাবাস (উপোস) শেষে ধর্মীয় এ উৎসব উদযাপন করা হয়।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালের দিকে বিহারে বৌদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, হাজার বাতি দান ও ধর্ম দেশনার মধ্যদিয়ে শুরু হয়েছে কঠিন চীবর দানোৎসব। বর্ণিল এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিকেলে ধর্ম দেশনা দেবেন ভাইবোনছড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভ্রমদত্ত।

উৎসবকে ঘিরে সকাল থেকেই পুণ্যার্থীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে বিহার প্রাঙ্গণ। এ সময় উপস্থিত ছিলেন অপরাজিতা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মহিন্দা মহাথেরো, চাইন্দা বৌদ্ধা বিহার পরিচালনা কমিটির সভাপতি চাইথোয়াই মারমা, সাধারণ সম্পাদক মংথুই মারমা প্রমুখ।

কঠিন চীবর দান মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান মাসব্যাপী কর্মীয় অনুষ্ঠান। আষাঢ়ী পূর্ণিমার পরদিন থেকে বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী ওয়া বা বর্ষাব্রত (উপোস) পালনের তিনমাস পর হয় প্রবারণা পূর্ণিমা। প্রবারণা পূর্ণিমার পরপরই বিহারে বিহারে শুরু কঠির চীবর দানোৎসব।

২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি এবং সেই সুতায় চীবর তৈরি করে চীবর ভান্তেদের উদ্দেশ্যে দায়ক-দায়িকারা উৎসর্গ করেন। ভগবান বৌদ্ধের সন্তুষ্টি অর্জন করাই এই কঠিন চীবর দানের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন চাইন্দা বৌদ্ধা বিহার পরিচালনা কমিটির সভাপতি চাইথোয়াই মারমা।

সন্ধ্যার দিকে ভগবান বৌদ্ধের উদ্দেশ্যে আকাশে প্রদীপ (ফানুস) ওড়ানো হবে এবং হাজার প্রদীপ জ্বালিয়ে জগতের সব প্রাণীর মঙ্গল কামনা করা হবে।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।