ঝিনাইদহে হারিয়ে যাওয়া সেই কুকুর উদ্ধার করলো পুলিশ
ঝিনাইদহ শহরে চুরি যাওয়া পোষা কুকুরটি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। পরে এটি মালিকের কাছে হস্তান্তর করা হয়। তিনদিন আগে চুরি হয়ে গিয়েছিল কুকুরটি।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কালীচরণপুর এলাকার এনএস ইটভাটা সংলগ্ন রবীন্দ্র দাসের বাড়ি থেকে কুকুরটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
পুলিশ জানায়, শহরের আদর্শপাড়া এলাকা থেকে বুধবার (২৬ অক্টোবর) একটি পোষা কুকুর চুরি করে নিয়ে যায় একটি চক্র। পরে কুকুরটির সন্ধান চেয়ে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মালিক সালাউদ্দিন গাউস।
থানার উপ-পরিদর্শক (এসআই) পারভেজ আহমেদের নেতৃত্বে অনুসন্ধানে নামে পুলিশ। ৭২ ঘণ্টার মধ্যে কুকুরটি উদ্ধার করতে সক্ষম হন তারা।

কুকুরটির মালিক সালাউদ্দিন বলেন, ‘একবছর ধরে কুকুরটিকে নিজের সন্তানের মতো লালন-পালন করছিলাম। কুকুরটি চুরি যাওয়ার পর আমার পরিবারে শোক নেমে আসে। আজ ফিরে পাওয়ার পর আমরা খুবই খুশি। কুকুরটিকে খুঁজে দেওয়ার জন্য পুলিশের প্রতি কৃতজ্ঞতা।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, কুকুরটি উদ্ধারে তিনদিন ধরে আমরা অভিযান চালিয়েছি। অবশেষে আজ দুপুরে প্রাণীটি উদ্ধার করতে সক্ষম হয়েছি।
আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/জেআইএম