নিখোঁজের ৪১ ঘণ্টা পর মেঘনায় ভেসে উঠলো মাদরাসাছাত্রের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৯ অক্টোবর ২০২২

নরসিংদীতে পিকনিকে গিয়ে মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ মাদরাসাছাত্র শহিদুল ইসলাম মাহফুজের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৪১ ঘণ্টা পর শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের চর আফজাল এলাকার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পিকনিকে গিয়ে মেঘনা নদীতে গোসল করতে নামার পর পানিতে ডুবে নিখোঁজ হয় দুই ছাত্র। নিখোঁজের ২০ ঘণ্টা পর শুক্রবার দুপুর ১টার দিকে নদী থেকে মো. গালিব হকের (১৫) মরদেহ উদ্ধার করা হয়। তার একদিন পর শহিদুলের মরদেহ উদ্ধার করা হলো।

মরদেহ উদ্ধার হওয়াদের মধ্যে গালিব পলাশ থানার ঘোড়াশাল পৌরসভার দড়িপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে এবং শহিদুল ইসলাম মাফফুজ রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে। তারা নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া মুহম্মদিয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদরাসার শিক্ষার্থী ছিল এবং উভয়ে কুরআনে হাফেজ।

নৌপুলিশ ও মৃতদের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাদরাসার বার্ষিক পিকনিকে শিক্ষকসহ ৩২ জন ছাত্র নরসিংদীর আলোকবালী ইউনিয়নের চর আফজালে যায়। ফুটবল খেলা শেষে বিকেল ৫টার দিকে মেঘনা নদীতে তারা গোসল করতে নামে। সবাই উঠে আসলেও দুইজনকে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে ডুবুবি দলকে খবর দেওয়া হয়। পরে শুক্রবার সকালে টঙ্গী থেকে পাঁচ সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টার দিকে গালিবের মরদেহ উদ্ধার করে। এরপর শহিদুলের খোঁজে উদ্ধার অভিযান চালান ডুবুরিরা। কিন্তু বিকেল ৫টা পর্যন্ত তার কোনো সন্ধান না পেয়ে অভিযান বন্ধ করা হয়।

শনিবার সকাল ৮টার দিকে ফের উদ্ধার অভিযান শুরু হয়। অভিযানকালে সকাল ১০টায় ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে কচুরিপানার মধ্যে শহিদুলের ভাসমান মরদেহ দেখতে পান ডুবুরিরা।

বিষয়টি নিশ্চিত করে করিমপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদুল আলম বলেন, নদীটি কচুরিপানাতে ভরা। কচুরিপানার মধ্যে আটকা অবস্থায় শহিদুলের মরদেহ উদ্ধার করা হয়। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর দুর্ঘটনার দ্বিতীয়দিন গালিবের মরদেহ উদ্ধার করে তা পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় কেউ এখনো কোনো অভিযোগ করেনি।

সঞ্জিত সাহা/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।