মানসিক বিকাশে খেলাধুলা ও সংস্কৃতির চর্চা জরুরি: খাদ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:৫৬ এএম, ৩০ অক্টোবর ২০২২

শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি খেলাধুলা, ক্রীড়া, সংস্কৃতি চর্চা সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সহায়ক।

শনিবার (২৯ অক্টোবর) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশনের করোনাকালীন বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খেলাধুলার উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে খাদ্যমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তৃণমূল থেকে ভালোমানের খেলোয়াড় তুলে আনা হচ্ছে। বিশ্ব মঞ্চে তারা দেশের জন্য সম্মান বয়ে আনছে।

Food-Minister-(2)

তিনি বলেন, ক্রীড়াপ্রেমী হিসেবে নওগাঁর মানুষের সুনাম রয়েছে। এখান থেকে ভালো ভালো খেলোয়াড় তৈরি হয়েছে। নওগাঁর ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাগুলোর পাশাপাশি অন্যান্য খেলার উন্নয়নেও সব ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়া হবে।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইব্রাহিম ও জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।