বাসের ধাক্কায় পলিটেকনিক ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ৩০ অক্টোবর ২০২২
নিহত ফুয়াদ হোসেন

বগুড়া সদর উপজেলায় বাসের ধাক্কায় ফুয়াদ হোসেন (২০) নামের পলিটেকনিকের এক ছাত্র নিহত হয়েছেন। এ সময় কাইয়্যুম হাসান (২০) নামের আরেক যুবক আহত হয়েছেন।

রোববার (৩০ অক্টোবর) বেলা ১১ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বাঘোপাড়া বন্দরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফুয়াদ সদর উপজেলার গোকুল ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তিনি বেসরকারি পলিটেকনিক টিএমএসএসে ইলেক্ট্রনিক বিভাগের শেষ বর্ষের ছাত্র।

ফুয়াদের বাবা আব্দুল হান্নান বলেন, ‘কোন বাস কী করছে আমি জানি না। আমার ছেলেকে মেরে ফেললো। এবারই আমার ছেলে পড়াশোনা শেষ করতো। কতো স্বপ্ন আমার বাবার সব শেষ হয়ে গেলো।’

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মন্তাজ আলী জাগো নিউজকে বলেন, ফুয়াদ ও তার বন্ধু মোটরসাইকেল করে বগুড়া শহর থেকে মহাস্থানগড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বাঘোপাড়া বন্দরে রংপুর দিক থেকে আসা অজ্ঞাত একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফুয়াদকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অজ্ঞাত বাসকে শনাক্তে আমরা কাজ করছি।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।