দায়ের কোপেই প্রাণ গেলো ‘দা বাহিনী’র প্রধানের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ৩১ অক্টোবর ২০২২
নিহত নাছির উদ্দীন

কক্সবাজারের পেকুয়ায় নাছির উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র (দা) দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নাছির উদ্দিন কথিত ‘দা বাহিনী’র প্রধান ছিলেন। তবে সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহ্বানে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণের পর স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি।

রোববার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে পেকুয়ার টইটং ইউনিয়নের পণ্ডিতপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত নাছির উদ্দিন টইটং ইউনিয়নের পণ্ডিতপাড়ার আবুল হোসাইনের ছেলে।

টইটং ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য আবুল কালাম জানান, কথিত দা বাহিনীর প্রধান অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেও শেষ পর্যন্ত দুর্বৃত্তের হাতে নিহত হলেন। এতে এলাকায় আবারও আতংক দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, নাছির উদ্দিন পেকুয়ার টইটংয়ে বহুল আলোচিত সন্ত্রাসী বাহিনী ‘দা বাহিনী’র প্রধান ছিলেন। কথিত দা বাহিনী ওই এলাকায় পাহাড়ি বনভূমি দখল-বেদখল, চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সম্প্রতি নাছির উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র জমা দিয়ে জেল খেটে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিছুদিন আগে তিনি জামিনে বেরিয়ে আসেন। নাছির উদ্দিন রোববার রাত ১১টার দিকে টইটং বাজার থেকে বাড়ি ফেরার পথে ৫-৬ জন দুর্বৃত্ত দা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাছির উদ্দিন মারা যান।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী জানান, খবর পেয়ে ঘটনার পরপরই ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেননি।

সায়ীদ আলমগীর/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।