উখিয়া ক্যাম্পে অভিযান, আরও ১৯ রোহিঙ্গা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ৩১ অক্টোবর ২০২২

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও বিশেষ অভিযান চালিয়ে ডাকাতিসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত আসামিসহ ১৯ রোহিঙ্গাকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

রোববার (৩০ অক্টোবর) মধ্যরাত থেকে সোমবার (৩১ অক্টোবর) সকাল পর্যন্ত উখিয়ার পালংখালী ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

উখিয়া ক্যাম্পে অভিযান, আরও ১৯ রোহিঙ্গা গ্রেফতার

তিনি বলেন, সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অপরাধীদের গ্রেফতারে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ক্যাম্প-১৪ তে অভিযান চালানো হয়। অভিযানে ১৯ রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির অভিযোগ ও অন্যান্য মামলা রয়েছে। তাদের কাছ থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এপিবিএনের এ কর্মকর্তা বলেন, চলতি মাসে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের হামলায় রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ও দুই মাঝিসহ সাতজন নিহত হন। আহত হন বেশ কয়েকজন রোহিঙ্গা নেতা। ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘অপারেশন রুট আউট’ নামে সন্ত্রাসীদের গ্রেফতারে এই অভিযান শুরু হয়।

উখিয়া ক্যাম্পে অভিযান, আরও ১৯ রোহিঙ্গা গ্রেফতার

এর আগে গত শুক্রবার রাত ১২টার দিকে ওই ক্যাম্পের ১৩, ১৭, ১৮, ১৯, ২০ ও ২০ এক্সটেনশন ক্যাম্পে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ৪১ রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছিল। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।