শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ৩১ অক্টোবর ২০২২
নজিরন বেগমকে আদালতে নেওয়া হয়

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শ্বশুড়িকে শ্বাসরোধে হত্যার দায়ে নজিরন বেগম (৩৯) নামের এক গৃহবধূর যাবজ্জীবন কারাদণ্ডাদশে দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (৩১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিকেলে আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত নজিরন বেগম ওই উপজেলার নাইমুড়ী গ্রামের শাহ আলমের স্ত্রী এবং গুদারচর গ্রামের মৃত শেখ প্রামানিকের মেয়ে।

মামলা সূত্রে জানা যায়, নাইমুড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে শাহ আলমের সঙ্গে নজির বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাশুড়ি আমেনা বেগমের সঙ্গে বিরোধ চলে আসছিল তার। ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর বাড়ি খালি থাকার সুযোগে নজির বেগম তার শাশুড়ি আমেনা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন।

এ ঘটনায় শ্বশুর সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা করলে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে
বিচারক এ রায় দেন।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।