সৈকতের বালিয়াড়ি থেকে ২৬০ দোকান উচ্ছেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ৩১ অক্টোবর ২০২২

কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে অভিযান চালিয়ে ছোট-বড় ২৬০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং কক্সবাজার জেলা প্রশাসন যৌথভাবে এ উচ্ছেদ অভিযান চালায়।

অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান।

এ সময় কক্সবাজার জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং বিদ্যুৎ বিভাগের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

সৈকতের বালিয়াড়ি থেকে ২৬০ দোকান উচ্ছেদ

অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ বলেন, উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সৈকতের এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলমান থাকবে।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার (অব.) বলেন, গত ১০ অক্টোবর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সমুদ্র সৈকতের ৪১৭টি দোকান উচ্ছেদ করা হয়। কিন্তু মালামাল সরিয়ে নেওয়ার জন্য ২৩৩টি দোকানকে ৩০ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়। কিন্তু অনেকে তাদের স্থাপনা সরিয়ে নেননি। এ কারণে ২৩৩টি দোকানসহ মোট ২৬০টি দোকান উচ্ছেদ করা হয়।

সায়ীদ আলমগীর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।