নোয়াখালীতে ঝোপে মিললো ‘কিশোর গ্যাংয়ের’ ফেলে যাওয়া অস্ত্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ৩১ অক্টোবর ২০২২

নোয়াখালীর সেনবাগ উপজেলার ঝোপ থেকে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। একদল কিশোর গ্যাং এগুলো ফেলে পালিয়েছে বলে পুলিশের দাবি।

রোববার (৩০ অক্টোবর) রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর গ্রামের মুন্সি বাড়ির দরজা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

এর মধ্যে পাঁচটি করে রামদা, লোহার রড় ও স্টিলের পাইপ, তিনটি চাপাতি, ১০টি কাঠের লাঠি, একটি ছোরা এবং একটি হকিস্টিক রয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, টহলরত পুলিশ দেখে একদল কিশোর গ্যাং পালিয় যায়। পরে ওইস্থানের পাশে ঝোপের মধ্য থেকে তল্লাশি করে বস্তায় ভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।