যমুনা থেকে অবৈধ নেট জাল জব্দ
সিরাজগঞ্জের চৌহালি উপজেলার যমুনা নদীর চর ঘেরা ১৫ হাজার মিটার অবৈধ নেট জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের জোতপাড়া ঘাট ও জনতা স্কুলের পশ্চিম পাড়ে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, যমুনা নদীতে আরাআড়ি করে বাঁশ পুতে জাল আটকিয়ে বিভিন্ন প্রজাতির মাছসহ জলজ প্রাণী নিধন করায় ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশের ইনচার্জ ফারুক হোসেন। অভিযান শেষে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ১৫ হাজার মিটার অবৈধ নেট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জেএস/এমএস