আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:০২ পিএম, ০১ নভেম্বর ২০২২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্রমিকবাহী লেগুনার নিয়ন্ত্রণ হারিয়ে সোহেল (৩৬) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরের দিকে ভুলতা ঝাউগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল আড়াইহাজারের হাইজাদি এলাকার তিলচন্দ্রী এলাকার নুর ইসলামের ছেলে। সে ফকির বাড়ি এলাকার ভাই ভাই ম্পিনিং মিলে চাকরি করতো।

লেগুনা চালক আল আমিন বলেন, ১০ থেকে ১১ জন শ্রমিক নিয়ে আড়াইহাজার থেকে ম্পিনিং মিলের দিকে যাচ্ছিলাম। আমার লেগুনাটি ঝাউগড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়।

তিনি আরও বলেন, এসময় সোহেল লেগুনার নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নাজমুল মনির তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।