স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের জেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০১ নভেম্বর ২০২২
উত্ত্যক্ত করার অপরাধে ওয়ালিদ খানকে কারাগারে পাঠানো হয়

হবিগঞ্জের বাহুবলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ওয়ালিদ খান (১৯) নামের এক বখাটের এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন। দণ্ডপ্রাপ্ত ওয়ালিদ বাহুবল সদর ইউনিয়নের দশকাহনিয়া গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, ওয়ালিদ ক্লাস চলাকালে ছাত্রীদের উত্যক্ত করে আসছিলেন। প্রতিদিনের মতো তিনি মঙ্গলবারও স্কুলে কোচিং চলাকালে ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকেন। স্কুল কর্তৃপক্ষ ওয়ালিদ খানকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তাকে আটক করে। দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বাহুবল থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার তালুকদার জাগো নিউজকে বলেন, স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার খবর পেয়ে একদল পুলিশ নিয়ে তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করলে তার কারাদণ্ড দেওয়া হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।