সোনারগাঁয়ে ২ বেকারিকে ৯০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ০১ নভেম্বর ২০২২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খাদ্য উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার কাঁচপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

তিনি বলেন, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, পণ্যের গায়ে মূল্য তালিকা না দেওয়া ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে কাঁচপুর এলাকার গোল্ডেন প্লাস প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা এবং মেসার্স আল্লাহ ভরসা ব্রেড অ্যান্ড বিস্কুটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।