সিরাজগঞ্জে দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ
সিরাজগঞ্জের রায়গঞ্জে জেলহত্যা দিবস উপলক্ষে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে সাত শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে ব্রম্মগাছা ইউনিয়নের শেখ আবুল কাশেম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এবং থেরাপি হসপিটাল প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মণ্ডল।

শেখ আবুল কাশেম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এবং থেরাপি হসপিটালের প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের (হৃদয়) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজী জিন্নাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ, পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফর রহমান মিষ্টি, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শিহাব, রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোনায়েম খান, প্রতিষ্ঠানটি প্রধান শিক্ষক বাবুল হোসেনসহ বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। অন্যদের মতো তারাও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর তাই তারাও সমানভাবেই সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখে।
জেএস/এমএস