সাড়ে ১০ লাখ টাকায় নির্মিত হচ্ছে রুপনা চাকমার ঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ০৩ নভেম্বর ২০২২

সাফ জয়ী রুপনা চাকমার ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী আবদুল মাজিদ জানান, ঘরের কাজ আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন হবে। ঘরটি নির্মাণে ব্যয় হচ্ছে ১০ লাখ ৬৭ হাজার ৪৫৫ টাকা।

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান বলেন, অনুমোদিত ড্রয়িং ও বাজেট অনুযায়ী রুপনা চাকমার ঘর নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে।

সাইফুল উদ্দীন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।