স্কুলব্যাগে মিললো গাঁজা, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:৪৩ এএম, ০৪ নভেম্বর ২০২২
গাঁজাসহ গ্রেফতার মো. আবুল বাসার

নোয়াখালীর সোনাইমুড়ীতে চার কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. আবুল বাসার (৫৫)। তিনি কুমিল্লা জেলার সদর উপজেলার পশ্চিম জুরিকরন ইউনিয়নের বাটপাড়া গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

jagonews24

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আবুল বাসারকে আটক করা হয়। পরে তার কাঁধে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে চার কেজি গাঁজা পাওয়া যায়।

এ ঘটনায় আবুল বাসারের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) তাকে সোপর্দ করা হবে আদালতে।

ইকবাল হোসেন মজনু/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।