নিখোঁজের জিডি করতে থানায় এসে স্বামীর মরদেহ পেলেন তানিয়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০৫ নভেম্বর ২০২২

নিখোঁজের ডায়েরি করতে থানায় এসে মিললো হাসান (৩০) নামের এক যুবকের মরদেহ। শনিবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মরদেহের ছবি দেখে তাকে শনাক্ত করেন স্বজনরা।

এর আগে শুক্রবার সকালে ফতুল্লার পিলকুনি মোল্লা বাড়ি সংলগ্ন ডোবা থেকে হাসানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

হাসান কুষ্টিয়ার বাজের মাঝির দৌলতপুর আবু সামেদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক। স্ত্রী-সন্তান নিয়ে ফতুল্লা মডেল থানার কাশিপুর খিল মার্কেট এলাকায় মজিবরের বাসায় ভাড়ায় থাকতেন।

হাসানের স্ত্রী তানিয়া বলেন, বৃহস্পতিবার রাতে মনিরের গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন আমার স্বামী। পরে সকালে বাসায় ফিরে না আসায় গ্যারেজে গিয়ে জানতে পারি তিনি (হাসান) অটোরিকশা নিয়ে ফিরে আসেনি। এরপর শনিবার সকালেও বাসায় ফিরে না আসায় থানায় সাধারণ ডায়েরি করতে এসে অজ্ঞাত এক মরদেহ উদ্ধারের খবর পাই। পরে ছবি দেখে আমার স্বামীর মরদেহ শনাক্ত করি।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, ধারণা করা হচ্ছে হাসানকে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।