বৈদ্যুতিক খুঁটির নিচে পড়েছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ১১:২৭ এএম, ০৬ নভেম্বর ২০২২
ফাইল ছবি

পটুয়াখালীর কুয়াকাটায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (৬ নভেম্বর) সকালে কুয়াকাটা এলাকার খাজুরা বাহামকান্দা গ্রামে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির নিচে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পুলিশ জানায়, ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত রশি উদ্ধার করা হয়েছে। মৃতদেহের শরীরের চামড়া অধিকাংশ ঝলসানো ছিল। তাই মরদেহটি শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জাগো নিউজ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধারের পরে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলমান। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।