সিরাজগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২
দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাস-নসিমন সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ছয়জন।
রোববার (৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনার সাইখোলা গ্রামের মৃত সেজু খাঁর ছেলে ঠান্ডু মিয়া (৪৫) ও আজাহার প্রামাণিকের ছেলে আব্দুস সামাদ (৪০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জাগো নিউজকে বলেন, ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের সঙ্গে বিপরীতগামী একটি নসিমনের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসজে/জিকেএস