পা দিয়ে লিখে আলিম পরীক্ষা দিচ্ছেন হাবিব
অভাব, দরিদ্রতা ও শারীরিক প্রতিবন্ধকতা আটকাতে পারেনি রাজবাড়ী কালুখালীর মেধাবী হাবিবুর রহমান হাবিবকে। হাত না থাকার পরও পা দিয়ে লিখে এবার আলিম (এইচএসসি সমমান) পরীক্ষা দিচ্ছেন তিনি।
মেধাবী হাবিব রাজবাড়ী কালুখালীর হিমায়েতখালি গ্রামের কৃষক আব্দুস সামাদের ছেলে। তিনি পাংশার পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, দরিদ্র কৃষক পরিবারের সন্তান হাবিবুর রহমান। চার ভাই বোনের মধ্যে তৃতীয় তিনি। দুই বোনের বিয়ে হলেও পরিবারে আছে ছোট বোন। সেও পড়াশোনা করছে। জন্মলগ্ন থেকেই হাবিবের দুই হাত নাই। ছোট বেলায় বাবা-মা, চাচা ও পরিবারের অন্যদের অনুপ্রেরণায় পা দিয়ে লেখার অভ্যাস করেন তিনি।
কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হিমায়েতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পা দিয়ে লিখে পিএসসিতে ৪.৬৭ পেয়ে পাস করেন। এরপর শুরু হয় মাধ্যমকি শিক্ষা জীবনের দ্বিতীয় স্তর। বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরের পাংশার উপজেলার পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা। সেখান থেকে জেডিসি পরীক্ষায় অংশ নিয়ে ৪.৬১ পেয়ে পাস করেন। একই মাদরাসা থেকে ২০১৯ সালে দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় অংশ নিয়ে পায় জিপিএ-৪.৬৩ পান হাবিব।
হাবিবুর রহমান বলেন, ‘খুব কষ্ট করে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। তবে আলিম পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই। পড়াশোনা করে প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে চাই। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
হাবিবের ভগ্নিপতি আনোয়ার হোসেন বলেন, ‘হাবিব জন্মগত শারীরিক প্রতিবন্ধী। তার মধ্যে অনেক অদম্য ইচ্ছা শক্তি ও আত্মবিশ্বাস আছে। ভবিষ্যতে সে ভালো কিছু করতে চায়। কিন্তু বাধা দরিদ্রতা। তবে সবার সহযোগিতা পেলে হাবিব একদিন অনেক বড় হবে।’
পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মো. হেদায়েতুল ইসলাম জাগো নিউজকে বলেন, হাবিব অত্যন্ত মেধাবী একজন ছাত্র। পা দিয়ে লিখে সে পিএসসি, জেএসসি ও এসএসসিতে ভালো করেছে। এবার আলিম পরীক্ষায় অংশ নিয়েছে। হাবিব জেলার গর্ব। তাকে নিয়ে অনেক আশাবাদী। এবার সে ভালো রেজাল্ট করবে।
মাদরাসার অধ্যক্ষ ও আলিম পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওয়াবুল্লাহ ইব্রাহিম জাগো নিউজকে বলেন, জন্মগত শারীরিক প্রতিবন্ধী হাবিবুর রহমান তার তত্ত্বাবধানে এ কেন্দ্রেই জেএসসি ও দাখিল পরীক্ষা দিয়েছে। এবার সে চলমান আলিম পরীক্ষা দিচ্ছে। শুনেছি সে খুব মেধাবী। আশা করছি আলিম পরীক্ষায় ভালো করবে।’
রুবেলুর রহমান/এসজে/জিকেএস