সরকার দেশে দুর্দশা ডেকে এনেছে: আ স ম রব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০৬ নভেম্বর ২০২২
সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব

সরকারের দায়িত্বহীন ও কাণ্ডজ্ঞানহীন পরিকল্পনা দেশে দুর্দশা ডেকে এনেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।

তিনি বলেন, আজকে আমাদের রিজার্ভ নেই, খাদ্য কেনার টাকা নেই। বিদ্যুৎ নেই, বেকারত্ব ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে নীরব একটি দুর্ভিক্ষ চলছে।

রোববার (৬ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ভাষানী মিলনায়তনে জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রব বলেন, মানুষ বাঁচানোর দায়িত্ব বর্তমান সরকারের নেই। ৭৪ সালেও একই অবস্থা হয়েছিল।
তাই এ লড়াই গণতন্ত্রের লড়াই। এ সংবিধান কোনো কাজে আসবে না। এ পার্লামেন্টকে বাতিল করতে হবে। এ পার্লামেন্ট দুর্নীতি ও অন্যায়কে সমর্থন করে।

জেলা জাসদের সহ-সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকারী সভাপতি সিরাজ মিয়া, সহ-সভাপতি তানিয়া রব, কার্যকারী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও কেন্দ্রীয় কমিটির জাতীয় যুব পরিষদের সভাপতি এস এম শামছুল আলম নিক্সন।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।