স্বামীসহ সাব-রেজিস্ট্রারের সম্পদের হিসাব চেয়েছে দুদক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ০৭ নভেম্বর ২০২২
সাব-রেজিস্ট্রার আমিনা বেগম

দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে ঝিনাইদহ সদর উপজেলার সাব-রেজিস্ট্রার আমিনা বেগমের বিরুদ্ধে। এজন্য তিনি এবং স্বামীসহ তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ঝিনাইদহ দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহিদ কালাম স্বাক্ষরিত একটি আদেশ সাব-রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়। বিষয়টি জাহিদ কালাম জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

আদেশের কপি থেকে জানা যায়, আমিনা বেগম চাকরিতে যোগদানের পর বিভিন্ন সময় দুর্নীতির মাধ্যমে তিনি এবং তার স্বামী রুবাইয়াত আনোয়ার ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিরা নামেবেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তির মালিক হয়েছেন। তাই তাদের সবার সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দেয় দুদক। আগামী ২১ কার্যদিবসের মধ্যে হিসাব দাখিলে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে সাব-রেজিস্ট্রার আমিনা বেগম জাগো নিউজকে বলেন, এটি দাপ্তরিক ব্যাপার। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমি কিছু বলবো না।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।