রূপগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তেল ব্যবসায়ী খুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাশেদ মিয়া (২৫) নামে এক তেল ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৬ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরীয়া বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। নিহত রাশেদ ভোলা জেলার লালমহন উপজেলার ধলীগৌরনগর এলাকার আলাউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের আধুরীয়া স্ট্যান্ডের পাশেই রাশেদের তেলের দোকান আছে। দিনগত রাত ১টার দিকে তার কাছে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। চাঁদা দিতে না চাওয়ায় দুর্বৃত্তরা রাশেদ মিয়ার পেটে ছুরিকাঘাত করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জাগো নিউজকে বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
এসজে/এএসএম