নোয়াখালীতে দেশীয় অস্ত্র-গাঁজাসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৮ নভেম্বর ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ আক্তার হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ নভেম্বর) রাতে লক্ষ্মীনারায়ণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আক্তার হোসেন দূর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. সাখাওয়াত হোসেনের ছেলে।

এসময় তার কাছ থেকে দেশীয় তিনটি ধারালো কিরিচ, চারটি ছোরা, দুটি চাপাতি, একটি লোহার রড, একটি এসএস পাইপ, প্লাস, হকিস্টিক, হাতল যুক্ত ছাতার পাইপ, ওজন পরিমাপ করার যন্ত্রসহ ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার সহযোগীরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।