বগুড়ায় পুকুর থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:০৯ পিএম, ০৮ নভেম্বর ২০২২
ফাইল ছবি

বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুর থেকে বস্তাবন্দি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫৫।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেলাইল গ্রামের এক পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দুপচাঁচিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান (শজিমেক) মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তার গলায় ও ডান কানের ওপরে আঘাতের চিহ্ন আছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বত্তরা ওই ব্যক্তিকে তিন থেকে চার দিন আগে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে রেখে যায়। অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিতে আমরা কাজ করছি।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।