বগুড়ায় হত্যা মামলায় ৯ আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:১৮ পিএম, ০৮ নভেম্বর ২০২২

বগুড়ার শেরপুর উপজেলায় নুরুল হক (৪০) নামে এক মাইক্রোবাস চালককে হত্যার ঘটনায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন।

এছাড়া আসামিদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন- শাহিন, ইলিয়াস, শাহাজুদ্দিন, নজরুল ইসলাম নজু, রাসেল, আমির, জালাল গাজী ওরফে পলাশ গাজী, রোকেয়া বেগম, শহিনুর রহমান। তাদের মধ্যে জালাল গাজী ওরফে পলাশ গাজী, রোকেয়া বেগম, শাহিনুর রহমান পলাতক রয়েছেন।

বগুড়া জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাছিমুল করিম হলি বলেন, ২০১৫ সালের ১ জুলাই শেরপুরের মির্জাপুর এলাকায় সুনামগঞ্জের আমবাড়ি এলাকার নুরুল হক নামে এক মাইক্রোবাস চালককে হত্যা করে আসামিরা পুকুরে ফেলে রেখে যান। মাইক্রোবাস চুরির উদ্দেশ্যে তারা এ হত্যাকাণ্ড ঘটান। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা গেলেও তিনজন এখনো পলাতক।

তিনি আরও বলেন, আদালত আজ ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং বাকি সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের আদেশ দেন।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।