রেললাইনের ওপর বন্ধ হয়ে গেলো ট্রলি, ধাক্কা দিলো ট্রেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:১২ পিএম, ০৯ নভেম্বর ২০২২

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় রেললাইনের ওপর বন্ধ হয়ে যাওয়া একটি ইটবোঝাই ট্রলিকে ধাক্কা দিয়েছে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস। এতে ট্রলিটি দুমড়ে-মুচড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (৯ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে পার্বতীপুর উপজেলার ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে নীলফামারীর চিলাহাটি যাচ্ছিল।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বিকেল পৌনে ৩টায় একটি ইটবোঝাই ট্রলি ভবানীরপুর রেলগেট পার হওয়ার সময় রেললাইনের ওপর বন্ধ হয়ে যায়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ভবানীপুর রেলগেট অতিক্রম করে।

এদিকে, ট্রলিটি বন্ধ হয়ে যাওয়ার পর ট্রেন আসতে দেখে চালক পালিয়ে যান। এসময় ট্রেনটি ট্রলিকে ধাক্কা দিলে তা দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিনের সামান্য ক্ষতি হয়।

রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, দুর্ঘটনার পর ১০ মিনিট ট্রেনটি সেখানে থেমে থাকে। পরে ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এমদাদুল হক মিলন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।