নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান-লেগুনা-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৯ নভেম্বর ২০২২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাভার্ডভ্যান-লেগুনা-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

বুধবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার লেঙ্গুরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন লেগুনা চালক আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রতন (৪৫)। অপরজন অটোরিকশা চালক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, কাভার্ডভ্যানটি আড়াইহাজার থেকে মদনপুরের দিকে আসার পথে লেঙ্গুরদি এলাকায় বিপরীত দিক দিয়ে আসা লেগুনা ও অটোরিকশার মুখোমুখি হয়ে যায়। এ সময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান লেগুনা চালক। হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশা চালক মারা যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জাগো নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।