প্রেমের বিয়ের এক বছর পর গলায় ফাঁস নিলেন তরুণী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ০৯ নভেম্বর ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাট থেকে মানসুরা আক্তার অমি (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

বুধবার (৯ নভেম্বর) সকালে ফতুল্লার সস্তাপুর এলাকার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মানসুরা আক্তার কুমিল্লার বুড়িচং থানার হোসেনপুর গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে। তার স্বামী হাসিবুল হাসান হৃদয় (১৯) মাদারীপুরের শিবচর থানার মোজাফফরপুর গ্রামের হযরত আলীর ছেলে।

হযরত আলী সপরিবারে ফতুল্লার সস্তাপুর এলাকায় রাজ্জাকের বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে ভাড়ায় বসবাস করেন।

মানসুরার শ্বশুর হযরত আলী জানান, তার ছেলে হৃদয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। ফেসবুকে গতবছর মানসুরার সঙ্গে হৃদয়ের পরিচয় হয়। পরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা পালিয়ে যায়। পরে তাদের খুঁজে বের করে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। মানসুরা কেন আত্মহত্যা করেছেন তার কারণ তিনি জানেন না।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।