পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল, সম্পাদক আরিফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০৯ নভেম্বর ২০২২

মো. সাইফুল ইসলামকে সভাপতি ও মো. তানভীর হাসান আরিফকে সাধারণ সম্পাদক করে পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী এক বছরের জন্য ৩৯ জনকে সহ-সভাপতি, ৯ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক, সাতজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়াও একই বিজ্ঞপ্তিতে ৬ জনকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।

জেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান আরিফ বলেন, ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শের ছাত্র সংগঠন হিসেবে কাজ করতে সবার সহযোগিতা প্রত্যাশা করছি৷ আগামী দিনের আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ জেলা আওয়ামী লীগের সহযাত্রী হিসেবে কাজ করবে।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।