গাইবান্ধায় খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১০:১৫ এএম, ১০ নভেম্বর ২০২২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় একটি ছিনতাই করা অটোরিকশা জব্দ করা হয়।

বুধবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাকাইহাট-বোনারপাড়া সড়কের বাজুনিয়াপাড়া এলাকার বটতলী মোড় থেকে তাদের আটক করে স্থানীয়রা। পরে তাদের পুলিশে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, একটি অটোরিকশা দ্রুতগতিতে নাকাইহাট থেকে বোনারপাড়ার উদ্দেশে যেতে থাকে। পথে তারা একটি ভ্যানকে ধাক্কা দিলে ওই ভ্যানচালক তাদের পিছু ধাওয়া করে বটতলী মোড়ে আটকে ফেলেন। তাদের আটকানোর কারণে ভ্যানচালকের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে। তখন ছিনতাইকারীর কোমরে লুকিয়ে রাখা একটি পিস্তল বের করে তাকে গুলি করার ভয় দেখান। এসময় স্থানীয়রা এগিয়ে এসে তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ডাকাত সন্দেহে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

jagonews24

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জাগো নিউজকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। তাদের কাছে একটি খেলনা পিস্তলও পাওয়া গেছে।

ওসি বলেন, আটকদের বাড়ি সাদুল্লাপুর উপজেলায়। ঘটনা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।